জাবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়া মঞ্চে এক বনভোজন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

Post MIddle

নতুন কমিটিতে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভিাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মো: সুমন আলীকে সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিন মোস্তফা নিলয়কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটি ঘোষনার সময় আবু সুফিয়ান চঞ্চল, খালেদুন রাতুল, জাহিদ সুলতান লিখনসহ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে জাহিদ সুলতান লিখন নতুন কমিটির নাম ঘোষনা করেন।
এছাড়া সহ-সভাপতি পদে রাজিবুল ইসলাম (স্নাতকোত্তর) কামরুজ্জামান মিলন (স্নাতকোত্তর), জাকির হোসেন (স্নাতকোত্তর), মো: মুনিরুজ্জামান মনির (স্নাতকোত্তর), শবনম (স্নাতকোত্তর), নারায়ন বিশ্বাস (স্নাতকোত্তর), ইমরান (স্নাতকোত্তর) প্রিয়াংকা দাস (স্নাতকোত্তর) মনোনিত করা হয়েছে।

যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আশরাফুল , জুনায়েদ, মাকসুদা হাবিব মোনা (চতুর্থ বর্ষ), সাংগঠনিক সম্পাদক পদে রোহিদ রায় (তৃতীয় বর্ষ) কোষাধ্যক্ষ পদে রুবায়েত ফেরদৌস (তৃতীয় বর্ষ), প্রচার ও প্রকাশনা পদে নূর আশিকী হক দোলা সহ (তৃতীয় বর্ষ) মোট ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি মো: সুমন আলী বলেন,“ প্রায় ৫-৬ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার কোন কার্যকরি কমিটি ছিলনা। এর জন্য আমাদের জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সবাইকে সাথে নিয়ে আমি দিনাজপুর জেলা ছাত্র কল্যান সমিতিকে নতুন রুপে ঢেলে সাজানোর চেষ্টা করবো।”#

আরএইচ

পছন্দের আরো পোস্ট