১৯ ডিসেম্বর বাউবির ৫ম সমাবর্তন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ৫ম সমাবর্তন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেলে বাউবি ক্যাম্পাসের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলর মো. আবদুল হামিদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
বাউবি’র উপাচার্য অধ্যাপক এম এ মাননানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধক্ষ্য মো. আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসাইন আহমেদ ভূইয়া, গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিখদার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তন বক্তব্য দেবেন কমনওয়েলথ অব লার্নিং (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মাননান। সমাবর্তনে বাউবি’র ৫টি কলেজের ৫ হাজার ১২জন গ্র্যাজুয়েট নিবন্ধিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে বাউবি’র উপাচার্য অধ্যাপক এমএ মাননান জানান, বাউবি’র শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ক্লাসে না গিয়েও শিক্ষার্থীরা বাসায় বসে এলএমএস (ই-লার্নিং সাইট), ভাইবার, ফেসবুকসহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর উপকরণের মাধ্যমে শিক্ষকদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রশ্ন করে তার উত্তর জেনে নিতে পারবে।
তিনি আরও বলেন, এক সময় বাউবি’র বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নকল হওয়ার অভিযোগ ছিল। কিন্তু বর্তমানে আমরা সেই বদনাম থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছি।
এদিকে সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস নয়নাভিরাম সাজে সজ্জ্বিত হয়েছে। আলোকসজ্জায় রাতের ক্যাম্পাস ঝলমল হয়ে উঠেছে। সুদৃশ্য প্রধান গেইট বর্ণিলভাবে সাজানো হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে গাজীপুরের সমাবর্তন স্থলে যাওয়ার জন্য ২৮টি বাস ছেড়ে যাবে।
সারা দেশ থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ, এমবিএ, বিবিএ, এম.এড বি.এড, বিএ/বিএসএস, বিএজিএড, বিবিএস প্রোগ্রামের উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা অনুষ্ঠানে অংশ নেবেন। ইতোপূর্বে এ বিশ্ববিদ্যালয়ে ৪টি সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৪র্থ সমাবর্তন ২০১৫ সালের ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়।
– See more at: http://www.bd-pratidin.com/campus-online/2016/12/13/192266#sthash.Soz43uxm.dpuf