কলকাতায় বাংলাদেশের বিজয় উৎসবে ইউজিসি চেয়ারম্যান
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন মহান বিজয় দিবস উপলক্ষে ১৫-১৯ ডিসেম্বর ২০১৬ তারিখে কলকাতাস্থ নেতাজী ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ-এর বিজয় উৎসব’-এর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় উৎসবের এক আলোচনা সভা ১৬ ডিসেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বিজয় উৎসবের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
এ আয়োজনের মূল উদ্দেশ্য কলকাতায় একটি ‘মিনি বাংলাদেশ’কে উপস্থাপন করা এবং এর মাধ্যমে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। উৎসবে মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র প্রতিদিন প্রদর্শিত হবে। এছাড়া, উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ী, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু/হস্তশিল্পসহ অন্যান্য ঐতিহ্যবাহী ও আধুনিক রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী প্রদর্শিত হবে।#
আরএইচ