খুবিতে ইমপ্রুভমেন্ট প্লান শীর্ষক কর্মশালা

সোমবার বেলা ২-৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে অর্থনীতি ডিসিপ্লিনের সেলফ এসেসমেন্ট কমিটির উদ্যোগে ওয়ার্কশপ অন ইমপ্রুভমেন্ট প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ইমপ্রুভমেন্ট প্লানের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসএ কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া হামিদ।

Post MIddle

উপস্থাপিত ইমপ্রুফমেন্ট প্লানের উপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এছাড়া আলোচনায় অংশ নেন প্রফেসর ফিরোজ আহমেদ, প্রফেসর ড. আইয়াজ হাসান চিশতী, আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, আইআর নাসিফ আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এসএ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ শারাফাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক খান মেহেদী হাসান। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক উপস্থিত ছিলেন। চার বছর মেয়াদী এই ইমপ্রুফমেন্ট প্লানে ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণার মানন্নোয়নের বিভিন্ন পর্যায় ও সংশ্লিষ্ট নানাদিক তুলে ধরা হয়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট