শেকৃবি ২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ফল প্রকাশ

sher-e-bangla-agricultural-universityশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ড মাধ্যমে ফলাফল জানা যাবে। গততাল (১১ডিসেম্বর) রবিবার রাত ১১টা ৩০ মিনিটে দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। মূল মেধা তালিকা থেকে ভর্তি ২৬ ও ২৭ ডিসেম্বর। ক্লাশ শুরু হবে ০৩ জানুয়ারি।

এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৮৪ নম্বর পেয়েছে এক শিক্ষার্থী। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়েছে।

০৯ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদে ৫৪০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩০ হাজার ২ শত ৬৫ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহন করে। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৯ ডিসেম্বর।

অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ২৮ ডিসেম্বর বেলা ২ ঘটিকার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিন মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৪ টি অনুষদে মোট আসন সংখ্যা ৫৪০।

কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদ ৯০, ফিসারিজ ও একোয়াকালচার অনুষদে ২৫। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-িি.িংধঁ.বফঁ.নফ থেকে বিস্তারিত জানা যাবে।

পছন্দের আরো পোস্ট