
শুরু হয়েছে কলেজ র্যাঙ্কিং কার্যক্রম
কলেজ র্যাংকিং এর প্রশ্নমালা অনলাইনে পূূরণ করে তথ্য প্রেরণ শুরু হয়েছে এবং চলবে ১৭ জানুয়ারি ২০১৭ পর্যন্ত। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের র্যাংকিং করে ৮টি বিভাগের প্রত্যেকটি থেকে সরকারী-বেসরকারী নির্বিশেষে ১০টি করে মোট ৮০টি কলেজকে নির্বাচন করে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সব কলেজসমূহকে পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
র্যাংকিং সম্পর্কিত তথ্যাবলীর সময়কাল হবে ১ডিসেম্বর ২০১৫ থেকে ৩০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত স্ক্রীনে কলেজের সঠিক college code ও password দিয়ে login করে কলেজ র্যাংকিং ফরম-২০১৬ যথাযথভাবে পূরণ করে হার্ডকপি রেজিস্ট্রার দফতরে প্রেরণের জন্য কলেজসমূহকে আহ্বান করা হয়েছে।