জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে এবার লাগাতার প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। সোমবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সান।
লিখিত বক্তব্যে তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (১৩ ডিসেম্বর) হতে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। আগামী ১৫ ডিসেম্বর থেকে লাগাতার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এ সময় তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগ উন্নয়ন ফি বাতিল না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক, আহ্বায়ক মশিউর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৮ ডিসেম্বর বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ব্যাংক অবরোধ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এ বিষয়টি নিয়ে গতকাল ১১ ডিসেম্বর (রোববার) বিভাগীয় সভাপতিদের নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম মিটিং করেন। এ মিটিংয়ে বিভাগ উন্নয়ন ফি চালু রেখে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর ভর্তির জন্য নতুন তারিখ ঘোষণা করেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার (১২ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করেন প্রগতিশীল ছাত্রজোট