জাবিতে আন্তর্জাতিক কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী “Computational Intelligence” শীর্ষক আ্ন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির যৌথ আয়োজনে জহির রায়হান মিলনায়তনে কর্মশালা শুরু হয়।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকাল দশটায় কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় প্রধান অতিথির ভাষণে সরকারি কর্মকমিশনের সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের রোল মডেলে তথ্য-প্রযুক্তির সীমাহীন ভূমিকা রয়েছে।
ড. কবির আশাবাদ ব্যক্ত করেন যে, এ কর্মশালার মাধ্যমে তথ্য-প্রযুক্তির জ্ঞানভান্ডার আরো সমৃদ্ধ হবে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার প্রমুখ। কর্মশালায় ভারতের ১১জন তথ্য-প্রযুক্তিবিদ অংশগ্রহণ করছেন।