ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত
ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ এবং তাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ধানমন্ডিস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেমিনার হলে আয়োজন করা হয়।
দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান, লে: জে: এম. হারুন-অর-রশিদ, বীরপ্রতীক (অব:)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিলো ইইউ বন্ধুসভার আয়োজনে, জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতা এবং যাদু প্রদর্শন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডীন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার পাশাপাশি বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। বলেন, সেই সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীন দেশ পেয়েছি, পেয়েছি লাল সবুজের পতাকা। একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার জন্য তিনি সবাইকে আহবান জানান।