আইইউবিতে রিচার্ড ইটন এর সেমিনার
ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি)-র স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস-এর উদ্যোগে ‘রিকন্সিডারিং কনভারসন টু ইসলাম ইন সাউথ এশিয়ান হিস্টোরি ’ শীর্ষক এক সেমিনার আজ (১২ ডিসেম্বর ২০১৬) সোমবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিশ্বখ্যাত ইতিহাসবিদ ও যুক্তরাস্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ইটন। তিনি দক্ষিন-পূর্ব এশিয়ায় ইসলাম ধর্মের বিস্তার নিয়ে তাঁর গবেষণালব্ধ তথ্য- উপাত্ত তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিন-পূর্ব এশিয়ায় ইসলামের এই বিস্তারকে ‘কনভারসন’ না বলে বরং ‘ক্রিয়েটিভ এ্যাডাপ্টশন’ বলা উচিত।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং আইইউবি-র স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের ডিন ড. মাহবুব আলম।
প্রধান বক্তার বক্তব্যের পর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে আইইউবি-র শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অংশগ্রহন করেন।