হাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা (১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর) অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি পরীক্ষার সময়সূচি এবং অ্যাডমিটকার্ড ডাউনলোড শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এদিকে অনার্স ১ম বর্ষের আবেদন প্রক্রিয়া গত ৮ ডিসেম্বর শেষ হয়েছে। এবার ১৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ৪৯ শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে সর্বোচ্চ ৮৬ জন, ‘ডি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭৩ জন এবং ‘ই’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ৬৬ জন।
২০১৭ শিক্ষাবর্ষে ৮ টি অনুষদের অধীনে ২০ টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০ টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।