রাবি ক্লাবকে ওয়ালটনের টিভি উপহার

প্রখ্যাত ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবকে একটি টেলিভিশন উপহার দিয়েছে। রবিবার প্রশাসন ভবনে ক্লাবের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের নিকট ওয়ালটন গ্রুপের অপারেটিং ডিরেক্টর উদয় হাকিম টেলিভিশনটি হস্তান্তর করেন।

Post MIddle

টেলিভিশন উপহার দেয়ার জন্য উপাচার্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি ওয়ালটনকে বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তাদের পণ্যের গুণগত মান উন্নয়ন ও নতুন উদ্ভাবনের জন্য নিরন্তর গবেষণা প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। সে ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণা ল্যাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে উপাচার্য উল্লেখ করেন।

এসময় অন্যান্যের মধ্যে ক্লাবের সহ-সভাপতি প্রফেসর মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রফেসর মো. আমিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাজ্জাদ বকুল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক দুলাল আলী মোল্লাহ্ ওয়ালটন গ্রুপের সহকারী পরিচালক (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) মো. রবিউল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. দেলওয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট