রাবি ও রুয়েট ছাত্রলীগের নতুন কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গোলাম কিবরিয়াকে সভাপতি এবং ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি এবং নাঈম রহমান নিবিড়কে সভাপতি ও মাহফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে রুয়েট শাখা ছাত্রলীগের এ নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এ দুই কমিটির অনুমোদন দেয়।

Post MIddle

এছাড়া রাবির নতুন কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল হক লিঙ্কন, সৈকত হোসাইন সৈকত, হাবিবুল্লাহ নিক্সন। যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদ, মামুন সেখ, শাহিনুল সরকার ডন। সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সাবরুল জামিল সুস্ময়, এনায়েত হক রাজু, রেজাউল করিম রাজু। অন্যদিকে রুয়েটের সহ-সভাপতি পদে সুব্রত কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুন্না, সাংগঠনিক পদে ইমরান হোসাইন জনি ও রিফাত আল আমিন সৈকতকে ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চতুর্থ দিনের মাথায় রোববার এ কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় ছাত্রলীগ। আর ৭ ডিসেম্বর বুধবার রুয়েটে ছাত্রলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

পছন্দের আরো পোস্ট