নূরুন্নাহার বেগম স্মারক বক্তৃতা অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অসাম্প্রদায়িক চেতনাই মানব মুক্তির প্রধান হাতিয়ার। আজ (১১ ডিসেম্বর ২০১৬) রবিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র আয়োজিত “নূরুন্নাহার বেগম স্মারক বক্তৃতা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি মফিদুল হক “কল্পিত জাতীয়তাবাদ, জাতিসত্তা ও মুক্তি চেতনা” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজল বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করে গেছেন। তাঁর স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।