জবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

আগামীকাল (১২ ডিসেম্বর) সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ২০১৭-১৮ সালের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল আলাদা দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল এবারের নির্বাচনে অংশ নেয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

বিএনপিপন্থীরা নির্বাচনে অংশ না নিলেও তাদের ভোটই জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ফলে আওয়ামীপন্থীদের উভয় পক্ষ বিএনপিপন্থী সাদা দলের ভোট সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ছগীর হোসেন খন্দকার গত ২৮ নভেম্বর তফসিল ঘোষণা করেন।

নীল দলের একটি পক্ষ ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. সেলিমকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে একটি প্যানেল ঘোষণা করেছে। অপরদিকে সমাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. প্রিয়ব্রত পালকে সভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে প্যানেল ঘোষণা করেছে।

Post MIddle

অধিকাংশ শিক্ষকরা জানান, এবারের নির্বাচনে একই আর্দশের শিক্ষকদের মধ্যে দুটি প্যানেল হওয়ায় ভোটাররা ব্যক্তি ইমেজের ওপর গুরুত্ব দেবেন। যারা শিক্ষকদের স্বার্থে কাজ করেন, তাদেরকেই নির্বাচিত করবেন বলে শিক্ষকরা অভিমত প্রকাশ করেন।
নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, ‘নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষা মাত্র।’

উল্লেখ্য, ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা এবং ৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এন#

পছন্দের আরো পোস্ট