ইবির দুই বিভাগে নতুন সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে নতুন সভাপতি নিযুক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে নতুন সভাপতি হিসেবে প্রফেসর ড. আতিকুর রহমান এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে প্রফেসর ড. লোকমান হোসেন নিয়োগ পেয়েছেন। ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি প্রফেসর ড. আতিকুর রহমান সাবেক সভাপতি প্রফেসর ড. তানজীমা পারভীনের স্থলাভিষিক্ত হয়েছেন। আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. লোকমান হোসেন সাবেক সভাপতি প্রফেসর ড. আ. ব. ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর স্থলাভিষিক্ত হয়েছেন। উভয়ে আগামী তিন বছর স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
এন#