স্টামফোর্ডে নতুন শিক্ষকদের ছয়দিন ব্যাপি কর্মশালার সমাপ্তি
গত (৪ ডিসেম্বর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর IQAC আয়োজিত নতুন শিক্ষকদের গুণগত মানন্নোয়নের লক্ষ্যে ছয়দিন ব্যাপি কর্মশালার সমাপ্তি হয়। কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট ফতিনাজ ফিরোজ।
কর্মশালার প্রথম দিনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ালিউল ইসলাম এবং রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন আলোচনা করেন। তারা Institution Quality Assurance Cell গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক দিক তুলে ধরেন।
কর্মশালাটি IQACএর পরিচালক ড. মো. শহিদুল কবির এবং সহকারি পরিচালক মো: আজিজুল হকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।