মানবাধিকার দিবস উপলক্ষে এইচআরএসসির র্যালী
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করে “হিউম্যান রাইট্স সাপোর্ট সেন্টার”(Human Rights Support Center-HRSC) । শনিবার (১০ ডিসেম্বর) সকাল ০৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্ত্বরে “হিউম্যান রাইট্স সাপোর্ট সেন্টারের” সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শাহ মুহাম্মাদ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে র্যালীটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আইন ও সালিশ কেন্দ্রে”র নির্বাহী পরিচালক নুর খান লিটন, “হিউম্যান রাইট্স সাপোর্ট সেন্টারের” যুগ্ন-সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মনির আহমেদ, ডেপুটি এক্সিকিউটিব ডিরেক্টর মোঃ সাইদুল ইসলাম, মহি উদ্দিন হিমেল, রিচার্স এবং পাব্লিকেশনস অফিসার মোঃ ওমর ফারুক, মনিটরিং অফিসার মোঃ রাজিব উদ্দিন প্রমুখ। র্যালীটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্ত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন- দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। কখনো কখনো রাষ্ট্র নিজেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। অহরহ ঘটছে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, শিশু নির্যাতন ও পাচারের ঘটনা। ঘরে-বাইরে সাধারণ মানুষের যেন কোথাও কোনো নিরাপত্তা নেই। এমনকি বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাক স্বাধীনতা-গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানুষের সকল ধরণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।