ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর ভাসানী বিশ্ববিদ্যালয়

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০১৬-১৭ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বর্ণালী সাঁজে সেঁজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার (১০ ডিসেম্বের) থেকে শুরু হচ্ছে ভর্তিচ্ছুদের খাতা কলমের যু্দ্ধ।

নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে পাল্টে গেছে টাঙ্গােইলের এই বিদ্যাপীঠ। নতুনদরে স্বাগত জানাতে ক্যাম্পাসরে স্থাপনাগুলোকে দেয়া হয়েছে নতুন রূপ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, একাডমেকি ভবন, হল চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগারে লেগেছে নব রঙের ছোঁয়া। এছাড়া শিক্ষার্থীদের আড্ডার কেন্দ্রস্থলকে সাঁজানো হয়েছে মনোরম সাঁজে।

Post MIddle

এদিকে পরীক্ষা শুরু হওয়ার আগেই দূর-দুরান্ত থেকে ভর্তিচ্ছুরা আসতে শুরু করছে। কয়েকজন ভর্তিচ্ছু জানান তাদের মনের কথা। তারা বলেন, ক্যাম্পাসটা অনকে সুন্দর। এখানে এসে বড় ভাই-আপুদরে সহযোগতিায় আমরা মুগ্ধ।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরচিালনার জন্য প্রশক্ষিণ সম্পন্ন করছে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএনসিসি ও রোভার সদস্যরা। যেকোন অপ্রীতকির পরস্থিতি এড়াতে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার দিনগুলোতে বিএনসিসির পাশাপাশি ক্যাম্পাসে থাকবেন আইন-শৃংখলা বাহিনীর কড়া নজরদারী।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ডঃ ইঞ্জি: মোহা: তৌহিদুল ইসলাম জানিয়েছেন,ভর্তি পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন করতে যা যা করা দরকার তার সবই করা হচ্ছে।
উপাচার্য প্রফসের ড. মোঃ আলাউদ্দনি বলেন-‘পরীক্ষা শুরুর আগে সকল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে আশা করছ। সেই সাথে যেকোন পরিস্থিতি মোকাবেলা ও নিয়ন্ত্রণে প্রশাসন সব সময় সচেষ্ট থাকবে।

পছন্দের আরো পোস্ট