পাইকগাছায় মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার খাতা জলে

খুলনার পাইকগাছা উপজেলার আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার খাতা হারিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। উধাও হয়ে যাওয়া খাতা পাশের নদীতে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৮ নভেম্বর উপজেলার আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথমপত্র পরীক্ষা  অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৪৫ জন পরীক্ষার্থীর উত্তরপত্র অফিস কক্ষে রেখে বাড়ি চলে যান শিক্ষকরা। সেই উত্তরপত্র হারিয়ে যাওয়ার পর গত ৫ ডিসেম্বর বাংলা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেয়ার ঘোষণা দেন প্রধান শিক্ষক। এতে পরীক্ষার উত্তরপত্র হারিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়ে যায়। এ কারণে অনেকেই ৫ ডিসেম্বর পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায়। এরপর আগামী ১৫ ডিসেম্বর পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগ করা হয়। এ ব্যাপারে বাংলা প্রথমপত্রের শিক্ষিকা বুলু রানী মণ্ডল জানায়, তাকে খাতা বুঝিয়ে দেয়া হয়নি।

Post MIddle

প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মণ্ডল জানান, কে বা কারা খাতা চুরি করে নদীতে ফেলে দিয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর পুনরায় নবম শ্রেণির বাংলা পরীক্ষা নেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ ব্যাপারে আমার কাছে কেউ কিছু জানায়নি। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন#

পছন্দের আরো পোস্ট