ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানী নাট্য প্রতিনিধিদলের সাক্ষাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে ইরানের নাট্য প্রতিনিধি দলের সদস্যরা। আজ (১০ ডিসেম্বর) শনিবার ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ মুসা হুসেইনীর নেতৃত্বে ৪-সদস্যের একটি নাট্য প্রতিনিধি দল সাক্ষাত করতে আসে।

নাট্য প্রতিনিধিদলের সদস্যরা হলেন ইয়াসের খাছেব, কিয়ান ঈসমাইলী এবং আলী রেজানিয়া। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং ইরানের মধ্যে অধিক হারে সাংস্কৃতিক দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য বলেন, দু’দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশ এবং ইরানের মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য তেহরান বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা ভাষা কোর্স’ চালুর ক্ষেত্রে ইরানী কূটনীতিকের সহায়তা চান। ইরানের কালচারাল কাউন্সিলর এ ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

এন#

পছন্দের আরো পোস্ট