ঢাবিতে দিনব্যাপী জাতীয় সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) “Biochemistry and Molecular Biology for Life Sciences” শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ ডিসেম্বর) শনিবার বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতির উদ্যোগে ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক, সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ড. ফেরদৌসি কাদরী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: সায়েদুল ইসলাম এবং আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এইচ এম নূরুন নবী বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য পেশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানব সভ্যতার উৎকর্ষ সাধণের লক্ষ্যে মানুষের মন-মানসিকতা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে বিজ্ঞান গবেষণায় অনেক অগ্রগতি হয়েছে, তবে মানুষের মানবিক মূল্যবোধের উন্নয়ন ঘটেনি। একারণেই সারা বিশ্বে আজ ধর্মের নামে মানুষ হত্যা চলছে। বিজ্ঞানের অপব্যবহারের মাধ্যমে দুস্কৃতিকারীরা মানব সভ্যতাকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। জীববিজ্ঞান গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা ক্যান্সার, ডায়াবেটিসসহ নানা জটিল রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে উপাচার্য আশা প্রকাশ করেন অচিরেই দেশের সাধারণ মানুষ নিরাপদ জীবনযাপনে সক্ষম হবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষক ও গবেষক এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট