টিআইবি সেরা ইয়েস সদস্য পুরষ্কার প্রদান

img_7733ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সেরা ইয়েস সদস্য পুরষ্কার-২০১৬ প্রদান করা হয়েছে। আজ (১০ ডিসেম্বর) শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সারা দেশের ইয়েস সদস্য ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কে আরো কার্যকরী করতে এ অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংগঠনের ইয়েস ও সনাক সদস্যদের কার্যক্রমে অনুপ্রেরণা দিতে দেশের ৩৮টি জেলা, ১৪টি বিশ্ববিদ্যালয় এবং ৭টি উপজেলার আওতাধীন ইয়েস সদস্যদের থেকে মেধা, নেতৃত্ব, যোগ্যতা, কার্যক্রম ও কার্যক্রমে উপস্থিতির উপর ভিত্তি করে পরীক্ষার মাধ্যমে প্রতি গ্রুপ থেকে ২ জন ইয়েস সদস্যকে সেরা ইয়েস হিসেবে ঘোষণা করা হয়।

Post MIddle

স্ট্যামফোর্ড ইয়েস এর গ্রুপের লিডার রাখিল খন্দকার ও সদস্য শাকিলুর রহমান সেরা ইয়েস হিসেবে নির্বাচিত হয়েছেন। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপার্সন এ্যাাডভোকেট সুলতানা কামাল, মহাসচি সেলিনা হোসেন, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহি পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।

এন#

পছন্দের আরো পোস্ট