বশেমুরবিপ্রবিতে স্টার টেলিভিশন প্রতিনিধিদল
এইতো মাত্র কিছুদিন অাগে যাত্রা শুরু স্টার টেলিভিশনের। অার এরই মধ্যে গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠক হৃদয়ে স্থান করতে সক্ষম হয়েছে স্টার টেলিভিশন। সময়ের সাথে স্টার টেলিভিশন অঙ্গীকারবদ্ধ। একঝাঁক মেধাবী, শিক্ষিত ও তরুণ সাংবাদিকের সমন্বয়ে গড়েে উঠেছে স্টার টেলিভিশন পরিবার।
এরই ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর (বুধবার) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিনের সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেছে স্টার টেলিভিশনের প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন স্টার টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম (ইমন), স্টার টেলিভিশনের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি অনিন্দ্য জাহিদ, স্টার টেলিভিশনের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি অাবু সালেহ শামীম, স্টার টেলিভিশনের বশেমুরবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সুযোগ্য সভাপতি রেজোয়ান হোসেন, বশেমুরবিপ্রবি’র বিশেষ ক্যাম্পাস প্রতিনিধি শেখ নজরুল ইসলাম প্রমুখ।
সৌজন্যমূলক সাক্ষাতে ভিসি’র সাথে শিক্ষাঙ্গনের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে অালোকপাত করা হয় এবং বশেমুরবিপ্রবি’র শিক্ষাক্ষেত্রে উন্নয়নের যাবতীয় নিউজ স্টার টেলিভিশনে গুরুত্বের সাথে পরিবেশনের অাশ্বাস দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন কৃষি বিষয়ক তারঁ লেখা অসামান্য বই স্টার টেলিভিশন পরিবারের হাতে তুলে দেন এবং বশেমুরবিপ্রবি’র উন্নয়নে সাংবাদিকদের অারো অগ্রগণ্য ভূমিকায় শরীক হওয়ার পরামর্শ দেন।