ড্যাফোডিলে গবেষণা ভাবনা উন্নয়ন শীর্ষক কর্মশালা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটিতে আজ (৯ ডিসেম্বর) শুক্রবার থেকে ৩দিনব্যাপী “গবেষণা ভাবনা উন্নয়ন” শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফজিলাতুন নেসা, এমপি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার বায়ো-স্টাটিসটিকস্ ইপিডিমিওলজির পরিচালক এবং হেলথ সায়েন্স রিসার্চ কোরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. ঋষিকেশ চক্রবর্তী । কর্মশালায় বক্তব্য রাখেন এলাইড হেলথ সায়েন্সস অনুষদের ডীন অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফা, অধ্যাপক ড. এম এস এ মনসুর ও পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রধান ড. মোহাম্মদ শাজাহান।
কর্মশালায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা ব্যতিত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ও ঔষধের আবিস্কার সম্ভব নয়। প্রতিটি নতুন চিকিৎসা পদ্ধতি ও ঔষধের আবিস্কারে জনস্বাস্থ্য গবেষণার ভূমিকা অতুলনীয়। নতুন নতুন ঔষধ আবিস্কার, নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন, জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন সব রোগের নিরাময়ে জনস্বাস্থ্য গবেষণার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে মিসেস ফজিলাতুন নেসা, এমপি বলেন, বর্তমান সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে নাানবিধ কর্মসূচী গ্রহণ করেছে এবং তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যেএবং মাতৃও শিশুমৃত্যু রোধে বিপুল সংখ্যক ডাক্তার নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, চাকরীজীবি মায়েদের সন্তানপালনের জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে, মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৬ মাস করা হয়েছে , জনগণের পুষ্টির মান উন্নয়ন করা হয়েছে ডার ফলে মানুষের স্বাভাবিক গড় আয়ূ বেড়ে এখন ৭০ এ দাড়িয়েছে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের জনস্বাস্থের উন্নয়নে ফলপ্রসূ গবেষণার মাধ্যমে সর্বোচ্চ ও সঠিক সমাধান নিশ্চিত করার আহ্বান জানান।