কুয়েটে বেগম রোকেয়া দিবস পালিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (৯ ডিসেম্বর) শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় তিনি বলেন, বেগম রোকেয়া বাঙ্গালীর গৌরব, তিনি নারী জাতিকে সম্মানের সাথে বাঁচতে শিখিয়েছেন।
রোকেয়া হলের প্রভোস্ট (চ.দা.) সুহেলী শায়লা আহমেদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের প্রফেসর লুৎফুর নাহার, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, সংশ্লিস্ট হলসহ অন্যান্য হলের সহকারী প্রভোস্ট ও হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।#
আরএইচ