ইবির ই ওএফ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ‘ই’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. মোঃ মনজারুল আলম-এর নেতৃত্বে ‘ই’ ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মুহাঃ শরিফুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম গতকাল ৮ ডিসেম্বর উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী-এর নিকট আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফলের বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর “ই” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১৩৫ টি আসনের বিপরীতে ১২,৩৯১ টি আবেদনপত্র জমা পড়ে।
ইসলামী বিশ্ববিদ্যালয়‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ‘এফ’ ইউনিটের সমন্বয়কারী সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম-এর নেতৃত্বে ‘এফ’ ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান এবং সহকারী অধ্যাপক মোঃ আলতাফ হোসেন ৮ ডিসেম্বর উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী-এর নিকট আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফলের বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর “এফ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১০০ টি আসনের বিপরীতে ২,৯৪৪ টি আবেদনপত্র জমা পড়ে। পরীক্ষায় শতকরা ৭৩.৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। পাস করেছে শতকরা ৩৪.৫৪ জন।