রুপকথার ভর্তি পরীক্ষা
আজ দুটো স্কুলে ছিলো রুপকথার ভর্তি পরীক্ষা। মৌখিক এবং লিখিত দুটোই হয়েছে। মেয়েকে টিচার যা ই প্রশ্ন করে, সে আমার কাছে এসে কানে কানে উত্তর দিয়ে যায়।
: তোমার নাম কি?
রুপকথা ফিসফিসিয়ে আমার কানে কানে বলে
: মা বলে দাও, রুপকথা
:তুমি ছবি আঁকতে পারো?
আবারও ফিসফিসিয়ে…
: মা, বলে দাও পারি।
: একটা ছড়া বলো তো। দেখি, কেমন পারো।
- ফিসফিস…..ফিসফিস…..
- লাফ দিয়ে কুনো ব্যাঙের ভাঙলো এক ঠ্যাং….
চীন থেকে চলে এলো ডাক্তার চ্যাং…..
অবশেষে ইন্টারভিউ শেষে যখন রিক্সায় করে দুজনে ফিরছি……..রুপকথা আবারও কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে,
‘মা তোমাকে আমি সবচেয়ে বেশী ভালোবাসি।’