বেরোবিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্স আপ হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ।
ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে শিরোপা বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
“বিতর্কে বিতর্কে ভাঙ্গি মগজের কারফিউ” শ্লোগানকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে। আজ বিকেলে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকের পাদদেশে অনুষ্ঠিত হয়।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মতিউর রহমান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী। প্রতিযোগিতায় মোট ১৬টি বিভাগ অংশ নেয়। বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হন ইংরেজি বিভাগের ছাত্র রক্তিম মিলন।