ইউল্যাবে মাদক বিরোধী মনববন্ধন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস “প্রাউড টু বি ড্রাগ ফ্রি” শ্লোগানকে কে সামনে রেখে ৬ ডিসেম্বর মঙ্গলবার ক্যাম্পাসের সামনে এক মানব বন্ধন আয়োজন করে। এ সময় ক্যাম্পাসের সামনে শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ইউল্যাবের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা  ধানমন্ডির রাস্তায় সারিবদ্ধভাবে দাড়িয়ে যান।

Post MIddle

এ সময় ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য জুদিথা ওলমাখার, ইউল্যাব প্রফেসর এমিরেটাস রফিকুল ইসলাম, উপ উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট