ইউল্যাবে মাদক বিরোধী মনববন্ধন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস “প্রাউড টু বি ড্রাগ ফ্রি” শ্লোগানকে কে সামনে রেখে ৬ ডিসেম্বর মঙ্গলবার ক্যাম্পাসের সামনে এক মানব বন্ধন আয়োজন করে। এ সময় ক্যাম্পাসের সামনে শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ইউল্যাবের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ধানমন্ডির রাস্তায় সারিবদ্ধভাবে দাড়িয়ে যান।
এ সময় ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য জুদিথা ওলমাখার, ইউল্যাব প্রফেসর এমিরেটাস রফিকুল ইসলাম, উপ উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক উপস্থিত ছিলেন।