শাবিপ্রবিতে ভর্তি শুরু ১৮ ডিসেম্বর থেকে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ভর্তি প্রক্রিয়া শুরু হবে শনিবার (১৮ ডিসেম্বর)।মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।এদিকে ভর্তি প্রক্রিয়া শনিবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়ে চলবে সোমবার (২০ ডিসেম্বর) পর্যন্ত। এতে বি-১ ইউনিটের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়ে এ ইউনিটের মাধ্যমে শেষ হবে।
এ বিষয়ে ড. বেলায়েত জানান, ভর্তি আবেদনের অতিরিক্ত টাকা পোস্টাল মানি অর্ডারের মাধ্যমে দ্রুততম সময়ে ফেরত দেওয়া হবে।অধ্যাপক আহমদ কবিরকে আহ্বায়ক করে ইতোমধ্যে তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।