কুবি সাংবাদিক সমিতির তিন বছর পূর্তি
‘সত্য ও ন্যায়ের পথে অবিচল’-শীর্ষক স্লোগান ধারণ করে গঠিত এবং পরিচালিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠার তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বেশ কিছুদিন ধরেই সংগঠনের সদস্যরা উজ্জীবিত ছিলেন। মঙ্গলবার দিবসের শুরুতেই সংগঠনের কর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পূনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলম সৈনিকদের এই সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিউল্লাহ’র সঞ্চালনায় এবং সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের সমৃদ্ধি কামনার পাশাপাশি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কুবিসাস’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোঃ আলী আশরাফ।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কুবিসাস’র উপদেষ্টা ড. মুহম্মদ আহসান উল্যাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও কুবিসাস’র উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সকলেই তাদের বক্তব্যে সাংবাদিক সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করেন। পাশাপাশি সর্বদা বস্তুনিষ্ঠ ও সততার ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কেটে সংগঠনের চতুর্থ বর্ষে পদার্পণের সূচনা করা হয়।প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করে ‘অসির চেয়ে মসি শক্তিশালী’-বিশ্বাসী কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।