ইবির “এইচ” ইউনিটের ফল প্রকাশ

img_80031ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির “এইচ” ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ (৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন “এইচ” ইউনিটের সন্বয়কারী এবং আইন ও শরীয়াহ্ অনুষদের ডীন প্রফেসর ড. নূরুন নাহার।

Post MIddle

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, “এইচ” ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম এবং আল-ফিকহ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. এ. কে মুহাঃ নুরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd.com) থেকে ফলাফলের বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গতকাল ৫ ডিসেম্বর “এইচ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১৪০ টি আসনের বিপরীতে ৫,৬৬১ টি আবেদনপত্র জমা পড়ে।

এসএন#

পছন্দের আরো পোস্ট