বিশ্ববিদ্যালয়ের বাজেট নিয়ে ইউজিসিতে সভা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য বাজেট সংক্রান্ত এক আলোচনা সভা গতকাল (৫ ডিসেম্বর) সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি সভায় সভাপতিত্ব করেন। ড. মো. খালেদ, সচিব, ইউজিসি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মো. মিজানূর রহমান, এফসিএমএ, পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, ইউজিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০১৬-২০১৭ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০১৭-২০১৮ অর্থ বছরের মূল বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেটের আকার ও বিভিন্ন ধরণের আর্থিক বিষয়াবলী এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আলোচনায় প্রাধ্যান্য পায়। এছাড়া সভায় সরকারি বিভিন্ন বিধিনিষেধ ও ইউজিসির নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক, অতিরিক্ত পরিচালক ও বাজেট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।