ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক কর্মশালা

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৬ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Post MIddle

কর্মশালায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ইনকিলাব এর জেলা প্রতিনিধি আব্দুল ওয়াজেদ কচি, আমাদের সময় ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, মানবজমিনের জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন, জনকষ্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মোট ২০৩১টি টিকাদান কেন্দ্রে ২লক্ষ ৩২হাজার ৪শ ৯৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ২৪ হাজার ৪শ ৪১জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ২লক্ষ ৮ হাজার ৫৬ জন। এছাড়া আগামী ১০ ডিসেম্বর সকাল ৯টায় সুর্যের হাঁসি ক্লিনিকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

কর্মশালায় মূল প্রতিপাদ্যকে নিয়ে একটি মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপাস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মো. আরিফুজ্জামান। এসময় সাতক্ষীরার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট