ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

press-1ঢাবি প্রতিনিধিজাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিনিধি মাইক রবসন আজ (৫ ডিসেম্বর ২০১৬) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে এক বিদায়ী সাক্ষাতে মিলিত হন। এসময় তার সঙ্গে ছিলেন সংস্থার সহকারী প্রতিনিধি ড. নূর আহমদ খোন্দকার।

Post MIddle

বৈঠককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে খাদ্য নিরাপত্তা বিষয়ক নানা উন্নয়ন প্রকল্প গ্রহণে মাইক রবসন গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সময়কালে বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কও মজবুত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এফএও প্রতিনিধি আশ্বাস দেন, এ বিষয়ে তার সংস্থার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। এক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পছন্দের আরো পোস্ট