ঢাবিতে প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা ও সেমিনার

‘অ্যাচিভিং সেভেনটিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট’ বা টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি’ প্রতিপাদ্য নিয়ে ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” (পিডিএফ)-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা হয়ে সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

Post MIddle

পরে, মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট