সাদার্নে ব্যবসায় প্রশাসন এলামনাইয়ের পুনর্মিলনী
সার্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র ব্যবসায় প্রশাসন বিভাগের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে পুর্নমিলনী অনুষ্ঠান সম্প্রতি নগরীর হোটেল লডস ইন এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিদ্যুৎ. জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-৯ আসনের এমপি জনাব তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.ম আব্দুল মোক্তাদীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান, আহ্বায়ক লায়ন লেঃ কর্নেল তপন মিত্র চৌধুরী (অবঃ) ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির অতিথির বক্তব্যে এমপি তাজুল ইসলাম বলেন, নিজেকে ধন্য মনে হচ্ছে এমন আয়োজনের সাথে থাকতে পেরে। ব্যবসায় প্রশাসন বিভাগের এলামনাই এসোসিয়েশন আন্তরিকতার সাথে কাজ করে লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে এবং নতুনদের জন্য পথপদর্শক হিসেবে অনুপ্রেরণা যোগাবে এটাই প্রত্যাশা করছি। আমি এলামনাই এসোসিয়েশনের সার্বিক সাফল্য কামনা করছি।
উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, এলামনাই এসোসিয়েশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এমন একটি চমৎকার আয়োজনের জন্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাদার্ন ইউনিভার্সিটি বিশ্বব্যাপী একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নেবে এটাই প্রত্যাশা করছি।
প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান বলেন, আমার বিশ্বাস এ ধরনের উপলক্ষ(পুর্নমিলনী) পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সাদার্ন ইউনিভার্সিটির সাথে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
আমন্ত্রিত অতিথিরা এলামনাই এসোসিয়েশনের পুর্নমিলনী স্মারক-২০১৬ এর মোড়ক উন্মোচন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।#
আরএইচ