জীবন বাঁচাতে ডিনার পার্টি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী শাওন, সুমন, হিমন, নাইমা ও জুলহাসসহ কয়েকজন শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাদের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এজন্য আগামী ৬ ডিসেম্বর ২০১৬ তারিখ মঙ্গলবার (সন্ধ্যা ৬:৩০টা হতে রাত ১০:০০টা পর্যন্ত) ঢাকার মিরপুর রোডে অবস্থিত ফ্যামিলি ওয়ার্ল্ডে তাদের উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, তাদের পরিবার এবং শুভানুধ্যায়ীদের জন্য এক ডিনার পার্টির আয়োজন করা হয়েছে।
জনপ্রতি ন্যূনতম দুই হাজার টাকার বিনিময়ে উক্ত ডিনারে অংশগ্রহণ করা যাবে। ডিনারে উপস্থিত হয়ে উল্লিখিত অর্থ জমা দিতে হবে। ডিনার পার্টি হতে সংগৃহীত/উদ্বৃত্ত অর্থ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের পরিবার এবং শুভানুধ্যায়ীদেরকে মানবিক বিবেচনায় উক্ত ডিনার পার্টিতে অংশগ্রহণের অনুরোধ করা হলো।ঐদিন বিকেল ৫টায় জাবি শিক্ষক অফিসার ক্লাব মোড় থেকে ফ্যামিলি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাবে।#