ইউজিসি চেয়ারম্যানের নূতন চন্দ্র সিংহ স্বর্ণপদক লাভ
শিক্ষায় বিশেষ অবদানের জন্য ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ‘শহীদ নূতন চন্দ্র সিংহ-২০১৬ স্বর্ণ পদক গ্রহণ করেছেন। শহীদ নূতন চন্দ্র সিংহের কনিষ্ঠ পুত্র প্রফুল্ল রঞ্জন সিংহ কু-েশ্বরী বিদ্যা মন্দির, গহীরা, চট্টগ্রাম-এ গত ১ ডিসেম্বর এক অনুষ্ঠানে প্রফেসর আবদুল মান্নানের হাতে পদকটি তুলে দেন।
নূতন চন্দ্র স্মৃতি পরিষদ তাকে এই পদককে ভ’ষিত করে। অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস, ভারপ্রাপ্ত সভাপতি, নূতন চন্দ্র স্মৃতি পরিষদ-এর সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৯৭১ সালে পারিবারিক মন্দিরে প্রার্থনারত অবস্থায় অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ পাকিস্তানি সেনাবাহিনীর এ দেশীয় দোসরদের হাতে নিহত হন। প্রফেসর মান্নান তার বক্তব্যে দেশের স্বাধীনতার ক্ষেত্রে মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য যে, জনাব নূতন চন্দ্র সিংহ বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের নারীশিক্ষার উন্নয়নে অবদান রাখেন।