যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলি

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলিতে একজন নিহত এবং আরও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। । কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির পর আটজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়।

গোলাগুলির পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। গোলাগুলির পর এক টুইটার বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছে, ‘দৌড়াও, লুকিয়ে থাকো, লড়াই করো।’ শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা অন্তত ৪/৫টি গুলির শব্দ শুনেছেন।

ফেডারেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। আরও আট আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Post MIddle

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই খতিয়ে দেখছে। আর ওই ক্যাম্পাসটিকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

ওহাইও স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সোমবার পর্যন্ত তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।ওহাইও স্টেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাস অঙ্গরাজ্যটির রাজধানী কলম্বাসে অবস্থিত। পুরো ওহাইও জুড়ে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ক্যাম্পাসে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজারেরও বেসূশি।##

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল 

পছন্দের আরো পোস্ট