ভাষানী বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনে লড়বে ৮৪ শিক্ষার্থী

img_20161010_110948_231_20161010111251799_20161010111333109-1মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে ৮৪ জন। সবচেয়ে বেশি প্রতিযোগীতা হবে ‘এ’ ইউনিটে। শেষ সময় পর্যন্ত চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭’শ ৯৫ টি আসনের বিপরীতে মোট ৬৬ হাজার ৭’শ ৩০ টি আবেদন জমা পড়েছে।

‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ১’শ ৪৪ জন পরীক্ষার্থী। ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১’শ ৬৫ টি আসনের জন্য ২৩ হাজার ৬’শ ৯৩ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২’শ ৯০টি আসনের জন্য ২৭ হাজার ৪’শ ৯২ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২’শ ২০টি আসনের জন্য ১০ হাজার ১’শ ৭ জন এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১’শ ২০টি আসনের জন্য ৫ হাজার ৪’শ ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

Post MIddle

এমসিকিউ পদ্ধতিতে আগামী ১০ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ১১ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে। উল্লেখ্য, গত বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৬০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিল।

এসএন#

পছন্দের আরো পোস্ট