
ঢাবিতে প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী রবিবার (৪ ডিসেম্বর) জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে। অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য এই প্রদর্শনীর উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, শিল্পসমালোচক সাখাওয়াত টিপু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মনিরুজ্জামান।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে ৩৪জন শিক্ষার্থীর ৪৪টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থীদের শিল্পকর্ম থেকে নিরীক্ষাধর্মী পুরস্কার, বিএফএ প্রোগ্রামের শিক্ষার্থীদের শিল্পকর্ম থেকে সকল মাধ্যমের মধ্যে একটি শ্রেষ্ঠ পুরস্কার ও সকল কাজ থেকে চারটি স্মৃতি পুরস্কার নির্বাচন করা হয়েছে।
নিরীক্ষাধর্মী পুরস্কার পেয়েছেন এমএফএ প্রোগ্রামের ১ম পর্বের শিক্ষার্থী চন্দন কুমার সরকার। বিএফএ সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী শাহানাজ আক্তার পেয়েছেন শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার। শিল্পী শফিকুল আমীন স্মৃতি পুরস্কার পেয়েছেন এমএফএ ১ম পর্বের শিক্ষার্থী হাসিবা ইয়াসমিন, শিল্পী আমিনুল ইসলাম স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী সামিনা জামান, শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-আমিন, শিল্পী শওকাতুজ্জামান স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল আলম জামিল।
প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ##