
চট্টগ্রামে তারুণ্য প্রচারাভিযান সম্পন্ন

কপ-২২ উপলক্ষে অনুষ্ঠিত তারুন্য সম্মিলনে বিভিন্ন বক্তাগন শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর গ্রীন হাউজ গ্যাস নির্গমন ব্যাপক হারে কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা, নির্গমন কমানোর হার যাচাই করার জন্য শক্তিশালী আইনী ব্যবস্থা ও পরিবীক্ষন ব্যবস্থা গড়ে তোলা, প্রতিশ্রুতি অনুযায়ী ঝুঁকিপুর্ন দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনজনিত খাতে ঋনদান বন্ধ করা, সবুজ জলবায়ু তহবিলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির অংশগ্রহন নিশ্চিতকরা, আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ে জলবায়ু তহবিল ব্যবস্থাপনা বরাদ্দ প্রদান ও তহবিল ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানগুলি সক্ষমতা বৃদ্ধির জন্য আর্ন্তজাতিক সহযোগিতা নিশ্চিত করা, জলবায়ু বাস্তচ্যুতদের উন্নতদেশে স্বাধীন ও মর্যদাপুর্ন অভিভাবসনের অধিকার দেয়া, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে ক্ষয় ক্ষতি মোকাবেলার জন্য একটি আর্ন্তজাতিক তহবিল গঠন করা, স্বল্পোন্নাত ও ঝুঁকিপুর্ণ দেশগুলোর চাহিদার উপর গুরুত্বারোপ করে বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করা, ক্ষুদ্র ও প্রান্তি নারী কৃষকদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের সহায়তার জন্য বিশেষ তহবিল বরাদ্দ রাখাসহ ১১টি দাবি জানানো হয়।
