
ইবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষায় উপস্থিতি সন্তোষজনক। রবিবার দিনের প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকলে ৩টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফসহ পরিদর্শক টিমের সদস্যবৃন্দ পরীক্ষাসমূহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, এ বছর প্রতি আসনের বিপরীতে ৪৩ জন পরিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে। ভর্তি পরীক্ষায় নকল ও জালিয়াতি রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সাইবার ক্রাইম করে কেউ জালিয়াতি করতে পারবে না। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।
এদিকে শৃংখলারক্ষা এবং নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভ্রাম্যমান আদালত টিম ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বছর ২৫টি বিভাগের ১৬৯৫টি আসনের বিপরীতে ইউনিটভিত্তিক এ পরীক্ষায় মোট ৮টি ইউনিটে ৭২ হাজার ৯ শত ১০ টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১,৯৬০টি এবং ‘বি’ ইউনিটে ৪২০ টি আসনের বিপরীতে ১৪,৯৫৬টি আবেদনপত্র জমা পড়েছিল। আগামীকাল ৫ ডিসেম্বর প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকাল ৩টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।##