সিভাসুতে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো: আহসানুল হক পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
ভর্তি পরীক্ষায় ৫৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৭৭ জন অংশগ্রহণ করেছে। এবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ এবং ফিশারিজ অনুষদে মোট ২৩০ টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। আগামী ১৮-১৯ নভেম্বর ২০১৬ মেধা তালিকা হতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। আসন শূণ্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে ২০ ডিসেম্বর ২০১৬ ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
সন্ধ্যায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা আছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিস বোর্ডে ফলাফল পাওয়া যাবে।##