
সিইউবিতে ‘ফিন্যান্সিয়াল এ্যান্ড ব্যাংকিং সেক্টর’ বিষয়ক কর্মশালা
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘ক্যারিয়ার কোয়েস্ট: ফিন্যান্সিয়াল এ্যান্ড ব্যাংকিং সেক্টর’ শীর্ষক ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ ডিসেম্বর) শনিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর সিতাংশু কুমার সুর চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন আইডিএলসি’র সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর জনাব আরিফ খান। অনুষ্ঠান শেষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং আইডিএলসি ফাইন্যান্স-এর মধ্যে একটি সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউজিসি’র সাবেক চেয়ারম্যান ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপদেষ্টা প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী এবং ডিসিসিআই সভাপতি হোসাইন খালেদ।
এতে সমাপনী বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত। এসময় বক্তারা ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের প্রস্তুতি ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অন্যান্যের মধ্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. উইলিয়াম এইচ ড্যারেঞ্জার, উপ-উপাচার্য প্রফেসর ড. জেমস গোমেজ প্রমুখ বক্তব্য দেন।
এসএন#