রাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাবি’র ৫২ টি বিভাগ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রক্টোর অধ্যাপক ড. মো. মুজিবুল হক আজাদ খান।

Post MIddle

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে রাবি ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি (সিএসটি) বিভাগ এবং ভাষা বিভাগ। ভাষা বিভাগ ২০ ওভারে ৮৬ রানের টার্গেট দেয় ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগকে। খেলতে নেমে ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিএসটি বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোসলেহ্ উদ্দীন, প্রফেসর ড. যুগোল কুমার সরকার, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক চৌধুরী মনিরুজ্জমান সহ বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।##

পছন্দের আরো পোস্ট