ঢাবিতে গ্রীন ব্যাংকিং বিষয়ে আলোচনা সভা
গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এবং প্যাসিফিক স্যোলারের যৌথ উদ্যোগে “Impact of Green Banking & 20,000 Smart SHS Initiative in Bangladesh ” শীর্ষক দিনব্যাপী এক আলোচনানুষ্ঠান শনিবার (৩ ডিসেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ জার্মানি’র রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোয়ার্দার, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সোনালী ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এবং সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ আলম খোন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীণটেক ফাউন্ডেশনের সিইও লুৎফর রহমান। ##