স্টেট ইউনিভার্সিটিতে বিজনেজ ফেট অনুষ্ঠিত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘বিজনেজ ফেট-২০১৬’ উদযাপিত হয়েছে। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজনেস ফেট।গেমিং কনটেস্ট, নিউ বিজনেস আইডিয়া, কুইজ প্রতিযোগিতা ও ছবির প্রদর্শনী ছিল তিন দিনের আয়োজনে।
এছাড়া বিজনেজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করে এসইউবি’র উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গণি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজনেজ স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, বিজনেস বিভাগের প্রধান প্রফেসর মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান, অ্যাসিসটেন্ট প্রফেসর নিপা সাহা, অ্যাসিসটেন্ট প্রফেসর সিফাত কামালসহ বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘বিজনেজ ফেট’ সম্পর্কে বিভাগটির প্রধান প্রফেসর মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের উন্নয়ন এবং লেখাপড়ার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘আগামীতে আরও ভিন্নধারার অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হবে।’
একই প্রসঙ্গে অত্র বিভাগের শিক্ষার্থী শেখ মেহেদী হাসান তন্ময় বলেন, এ ধরনের আয়োজন লেখাপড়ার পাশাপাশি একদিকে যেমন বিনোদনের ব্যবস্থা করছে, অপরদিকে জ্ঞান চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।##